ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোলের নিহত আব্দুল্লাহর পাশে সকলের অজান্তে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন যাশোর জেলা পুলিশ সুপার

ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোলের নিহত আব্দুল্লাহর পাশে সকলের অজান্তে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন যাশোর জেলা পুলিশ সুপার জিয়া উদ্দীন আহম্মেদ। সোমবার (১৮ নবেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় গনপ্রাজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তবর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ নিহত আব্দুল্লাহর বাড়িতে যান। উপদেষ্টা শহীদ আব্দুল্লাহর পিতা মাতা ভাই এর সাথে কথা বলার এক ফাঁকে এ আর্থিক সহযোগিতা করেন।যশোর জেলা পুলিশ সুপার এর সহযোগিতা করার দৃশ্য স্থানীয় গনমাধ্যম কর্মীদের নজরে আসে। বিষয়টি সকলকে হতবাক করে দেয়। কোন ঢাকডোল না পিটিয়ে তিনি এ আর্থিক সহযোগিতা করেন।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাছেল মিয়ার কাছে  বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি এই সহযোগিতার কথা নিশ্চিত করেন। তিনি বলেন এই সময় এই পরিবারের পাশে আমাদের এসপি মহোদয়ের মত সকলের এগিয়ে আসা উচিত। তাছাড়া শহীদ পরিবারের সন্মান মর্যদা অক্ষুন্ন রাখতে কেউ যদি আর্থিক সহযোগিতা করে তা ঢাক ডোল না পিটানো ভাল।স্থানীয়রা পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ এর সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং বিষয়টি আরো গোপনিয়তার মধ্যে রাখায় সকলকে হতবাক করেছ।স্থানীয় ইব্রাহীম বলেন, আমরা এরকম একজন পুলিশ সুপার পেয়ে গর্বিত। কারন তিনি শহীদ পরিবারকে কারো কাছে যাতে ছোট না হতে হয় তার জন্য হয়ত তাদের পাশে গোপনিয় ভাবে  আর্থিক সহযোগিতার হাত বাড়িছেন।