কক্সবাজার সরকারি কলেজের লিংকরোডের সন্নিকটে উত্তর-পূর্ব সীমান্তবর্তী নিজস্ব ভূমিতে জনৈক ছৈয়দুল হক কর্তৃক অবৈধভাবে দখলকৃত জায়গায় নতুন স্থাপনা নির্মাণের বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসে। তৎক্ষনাৎ কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। কালবিলম্ব না করে সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার, তহসীলদার ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে সদ্যনির্মিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয় এবং অবশিষ্ট অবৈধ স্থাপনাসমূহ দখলদারদের নিজ উদ্যোগে আগামি দুই দিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলেজ প্রশাসন, সম্পদ রক্ষণাবেক্ষণ কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে দুই দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে কক্সবাজার সরকারি কলেজের ১৬ হাজার শিক্ষার্থী সক্রিয়ভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাঠে নামবে বলে হুশিয়ারি দেয়া হয়।