গতকাল রাত ১০টায় আমার বাল্যবন্ধু সাইফুল ইসলাম সাবের (৪৫)কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে পথ চলাচলের সময় ট্রাকের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছেন। ইন্না-লিল্লাহি  ওয়া ইন্না ইলাইহে  রাজেউন। মৃত্যু কালে স্ত্রী ও একটি কণ্যা সন্তানসহ অনেক গুনাগ্রাহী রেখে রেখেন।
উৎসুক জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে। রাস্তা পারাপারে সকলে সতর্কতা অবলম্বন করুন।