নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল কাইয়ুম বলেছেন, ভূমি মানুষের ঠিকানা, মানুষের পরিচয় বহন করে। কাজেই যারা সেবা নিতে ভূমি অফিসে আসেন তাদের কোনভাবেই হয়রানি করা যাবেনা।

নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল কাইয়ুম বলেছেন, ভূমি মানুষের ঠিকানা, মানুষের পরিচয় বহন করে। কাজেই যারা সেবা নিতে ভূমি অফিসে আসেন তাদের কোনভাবেই হয়রানি করা যাবেনা। তাদের  সমস্যা,তাদের কথা ধৈয্য সহকারে শুনে দ্রুততম সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে হবে। অবৈধ্য দখলে থাকা সরকারের খাস জমি দখলমুক্ত করা ও উদ্ধারে ভূমি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার  বিকেলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির দ্বিতীয়বারের মতো নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মৌদুদুর রহমান কল্লোলের নেতৃত্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির একটি দল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথাগুলো বলেন। এ সময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি রাজশাহী  বিভাগীয় কমিটির নব নির্বাচিতদের কমিটির তালিকা  জেলা প্রশাসকেরহাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।  মৌদুদুর রহমান কল্লোল বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির ও সভাপতি। তিনি মহাদেবপুর উপজেলায় ইউনিয়ন  ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত।তাকে নওগাঁ বিভিন্ন মহল থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।