কিশোরগঞ্জের ভৈরব কৃষি খাতে উন্নয়ন সহায়তায় ভুর্তকি মুল্যে কৃষকদের মাঝে ৩টি কম্বাইন হারবেস্টার মেশিন বিতরন কর্মসুচির শুভ উদ্ধোধন হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় কৃষকের হাতে কম্বাইন হারবেস্টার তুলে দেন উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম।

কিশোরগঞ্জের ভৈরব কৃষি খাতে উন্নয়ন সহায়তায় ভুর্তকি মুল্যে কৃষকদের মাঝে ৩টি কম্বাইন হারবেস্টার মেশিন বিতরন কর্মসুচির শুভ উদ্ধোধন হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় কৃষকের হাতে কম্বাইন হারবেস্টার তুলে দেন উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারি কৃষি অফিসার আস্রাফ আলী ভুইয়া, উদ্ভিদ সংরক্ষক অফিসার মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মচারি কর্মকর্তাগণ।জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কৃষক ও উদ্যোক্তা সেলিম মিয়া, মাহতাব মিয়া ও গজারিয়া ইউনিয়নের তৌহিদ মিয়াকে হারবেস্টার বিতরণ করা হয়। হারবেস্টারটির মূল্য ৩৯ লক্ষ টাকা। এই টাকার মধ্যে সরকার বর্তুকি মূল্য ২২ লক্ষ টাকা ও কৃষক ১৭ টাকা পরিশোধ করবেন।  
এ বিষয়ের কৃষক সেলিম মিয়া, মাহতাব মিয়া ও তৌহিদ মিয়া বলেন, কম্বাইন হারবেস্টার কৃষকদের কাছে আশার আলো জাগিয়েছে। এই মেশিনে স্বল্প খরচে ও কম সময়ে আমরা কৃষকরা ধান কেটে গোলায় উঠাতে পারবো। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনার সরকার। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।  

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, কৃষি বান্ধব সরকার দেশের কৃষি খাতে বর্তুকির মাধ্যমে ব্যপক উন্নয়ন করে যাচ্ছেন। আগামী মাসে শুরু থেকে দেশে ঘূর্ণিঝড় ও বৃষ্টির হতে পারে। এতে ভৈরবের কৃষকদের বড় ধরণের ক্ষতির সম্ভবনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যেন কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারে এজন্য আজ তিনজন কৃষককে ৩টি কম্বাইন্ড হারবেস্টার বিতরণ করা হয়েছে। আরো ৩টি কম্বাইন্ড হারবেস্টার বিতরণ করা হবে বলে তিনি জানান।তিনি আরো বলেন, মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের একান্ত সহযোগীতায় ভৈরবের মানুষ কৃষি খাতে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়ে যাচ্ছেন।