কৃষি যন্ত্রপাতি ও হারভেস্ট মেশিন দেওয়ার কথা বলে ৩ লক্ষ নগদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে হারভেস্ট মেশিনের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে ফটোসেশন করেছেন।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় কর্মরত উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামানসহ ৫জনের বিরুদ্ধে উপজেলার গুলিসাখালী গ্রামের মো: আমজেদ আলী তালুকদার এর পুত্র মো: বাবুল তালুকদার(৫০) গত ২৯ মে (সোমবার) মঠবাড়ীয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।মামলার বিবরণ অনুযায়ী জানা যায়-উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানসহ আসামীরা বাদীকে কৃষি যন্ত্রপাতি ও হারভেস্ট মেশিন দেওয়ার কথা বলে ৩ লক্ষ নগদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে হারভেস্ট মেশিনের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে ফটোসেশন করেছেন।

বাদীকে কোন মেশিন না দিয়ে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। মামলার অন্যান্য আসামিরা হলেন-কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও হার্ভেস্ট মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান '' বাংলা মার্ক '' গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম,বরিশাল জোনাল অফিসার কাজী ফরহাদ হোসেন, প্রকৌশলী  সুজন   ও মার্কেটিং অফিসার ঈদে আমিন।