কক্সবাজারের মহেশখালীতে বিরোধপূর্ণ জমিতে আদালতের ১৪৪ ধারা জারি করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় ইট, পাটকেল এর আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসিরা। ১৫ সেপ্টেম্বর দুপুর আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনা অস্বীকার করেছেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক। 


আদালতের জারিকৃত আদেশনামা মূলে জানা যায়, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার সিকান্দর বাদশার পুত্র এনামুল করিম এর মালিকানাধীন জমিতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামী মৃত শাহাব উদ্দিন এর পুত্র দিদারুল আলম বাদশা ও তার ভাই আবদুল মালেক এবং মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আরিফসহ নুরুল ইসলামের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসিদের নিয়ে কয়েক দফায় দখলের চেষ্টা চালায়। 


এক পর্যায়ে জমির মালিক এনামুল করিম নিরুপায় হয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৫৪৬/২০২ ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা। আদালত মামলাটির শুনাণী শেষে ৭ জুলাই ২০২৫ ইংরেজী তারিখ এসিল্যান্ড মহেশখালীকে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন  ও মহেশখালী থানার অফিসার ইনচার্জকে বিরোধীয় জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি ২য় পক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। 


এদিকে এই আদেশের পরও মামলার ২য় পক্ষ স্থানীয় প্রভাবশলী আওয়ামী লীগ নেতা দিদারুল আলম বাদশাসহ তার সশস্ত্র সন্ত্রাসিদের নিয়ে ১৫ সেপ্টেম্বর সকালে এই বিরোধপূর্ণ জমি দখলে করতে যায়। এ সময় সকাল ১১ টার দিকে পুলিশ আদালতের নির্দেশনা ১৪৪ ধারা বজায় রাখতে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি দেখে দখলবাজরা পুলিশকে ধাওয়া দেয় এবং হামলা চালায়। পরে দুপুর আড়াই টার দিকে কয়েক গাড়ি পুলিশ নিয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেট চুড়ে দখলবাজরা। এক পর্যায়ে দখলবাজদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে। পরে হ্যান্ডকাপসহ আশরাফুল ইসলাম আরিফ নামের এক সন্ত্রাসিকে ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসিরা। 


মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করতে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনা অস্বীকার করেন।