টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য ড. আলী আফজাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
কৃষিবিদ গ্রুপ ও ইম্পেরিয়াল রিয়েলস্টেট এর সহযোগিতায় এবং মাগুরা প্রেসক্লাবের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের শুরুতে মাগুরা প্রেসক্লাব একাদশ শ্রীপুর প্রেসক্লাব একাদশকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় পর্বের খেলায় শালিখা প্রেসক্লাব, মহম্মদপুর প্রেসক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।
দুপুরে জুলাই আগস্ট শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনের দোয়া অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে সন্ধ্যায় শালিখা উপজেলা প্রেসক্লাব ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে মাগুরা প্রেসক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এছাড়া মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আগস্ট ২০২৫ এ নিজ নিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। টেলিভিশন প্রতিবেদনে এন টিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের মতিন রহমান, জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক মানবজমিনে মাগুরা প্রতিনিধি শাহীন আলম তুহিন, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস লিটন ঘোষ সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কৃত হন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।