কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের, পিয়ারপুর গ্রামের রাহাত মালিথার ছেলে সাহাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল। ইয়াবা উদ্ধার এর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক জাকির হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেন মামলা নং ২৪ এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই সানোয়ার হোসেন, সিপাই, আব্বাস আলী, ইমরান হোসেন,নূর নবী, জাহিদুল ইসলাম এর সমন্বয়ে একটি আভিযানিক দল পিয়ারপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সাহাবুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে শাহাবুলের ঘরের ভিতরের শোকেসের একটি ড্রয়ারের মধ্যে ২৮০ পিচ নেশাজাতীয় দ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে সাহাবুল কে উক্ত ২৮০ পিচ ইয়াবার মালিক হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে সাহাবুলের পরিবারের লোকজনের সাথে কথা বললে, তারা জানান, সাহাবুল সম্পূর্ণরূপে নির্দোষ, সে কখনো মাদক ব্যবসার সাথে জড়িত না, তাকে ফাঁসানোর জন্য, একটি চক্র অনেক আগে থেকেই তার পেছনে লেগে আছে, বেশ কয়েকদিন ধরে সাহাবুলের পরিচিত একটি ছেলে সাহাবুলের বাড়িতে উঠবস করতে দেখা গেছে পরবর্তীতে ওই ছেলেটির সাথে মনোমালিন্য হলে সাহাবুল কে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়, তারই ধারাবাহিকতায় আজ এই ঘটনা ঘটলো।
তারা আরো জানান, প্রশাসনের উপর শ্রদ্ধা রেখে অনুরোধ করে বলব এ ঘটনার সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে আসল রহস্য। এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এস আই সানোয়ার হোসেনের সাথে কথা বললে, তিনি জানান, মাদক নির্মূলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া সর্বদা সজাগ ভূমিকায় কাজ করে চলেছে, মাদক নিয়ন্ত্রণে আমাদেরকে তথ্য দিন ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করুন।