মানিকগঞ্জের সিংগাইরে বিদেশি পিস্তল, মাদক ও টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জের সিংগাইরে বিদেশি পিস্তল, মাদক ও টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকা দক্ষিণপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে সিংগাইর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের মৃত জহিরুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম (২৯) এবং ঢাকার ধামরাইয়ের কালামপুর মধ্যপাড়ার মোতালেব হোসেনের ছেলে সুমন হোসেন (২১)।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বড়বাকা এলাকার ফজল ফকিরের ছেলে কহিনুর রহমানের সঙ্গে যোগসাজশে ইয়াবা ট্যাবলেটসহ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন শাহিনুর ইসলাম ও সুমন হোসেন। শনিবার রাতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় বড়বাকা এলাকার লোকজন শাহিনুর ও সুমনকে মাদকসহ হাতেনাতে ধরে এবং গণপিটুনি দিয়ে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ১৫ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বড়বাকা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় শাহিনুর ইসলাম, সুমন হোসেন ও কহিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদেরকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার আরেক আসামি কহিনুর রহমান কৌশলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে