ইউটিউব দেখে কোয়েল পাখি পালনে সফলতার মুখ দেখেছেন ৯ম শ্রেনী-তে পড়ুয়া ১৪ বছর বয়সী সুরোজ বিশ্বাস।সিংগাইর উপজেলার নয়াডাঙ্গী গ্রামের এর ১৪ বছর বয়সী সুরুজ বিশ্বাস পড়ছেন নবম শ্রেণীতে ইউটিউব দেখে কোয়েল পালন শিখে। গড়ে তুলেছেন এক বিশাল কোয়েল পাখির খামার।নাম দিয়েছে বিশ্বাস এগ্রো কোয়েল খামার এন্ড হ্যাচারী।তার খামারে ১ দিন বয়স হতে রানিং ডিম দিচ্ছে এমন সকল বয়সী জাপানি ও জাম্বু জাতের পাখি বিক্রি করে থাকে এতে তার মাসে আয় লাখ টাকার কাছাকাছি।একদিনের ছোট বাচ্চাকে ৪৫ দিন লালন পালন করলে ডিমের উপযোগী হয়। তার খামারের পাখি বিভিন্ন জেলায় সেপরিবহন এর মাধ্যমে এবং সরাসরি বিক্রি করে থাকে। প্রথমে ৫০০শ পাখি দিয়ে শুরু করলেও এখন তার খামারে ছোট বড় মিলিয়ে রয়েছে ২০ হাজারের ও অধিক পাখি। অল্প সময়ে ডিম পেয়ে একটু অধিক লাভ হওয়া যায়। মাত্র ৯ম শ্রেনী তে পড়াশোনা করা এই যুবক নিজের খরচ এর পাশাপাশি পরিবারের হাল ধরেছে কোয়েল পালন করে এবং তার খামার দেখাশোনার জন্য র কর্মচারীও রেখেছেন । খামারে সকল বয়সী কয়েল পাখি রয়েছে। মাত্র ১৪ বছর বয়সে এমন সফলতা দেখে মুগ্ধ এলাকাবাসী।যে বয়সে সবাই চলে বাবা মার টাকায় সেই বয়সে সে নিজেই রেখেছেন মাসে ১৪ হাজার টাকা দিয়ে কর্মচারী। এমন সফলতায় খুশি তার পরিবারের সকলেই। তার দেখাদেখি তে কোয়েল পাখি পালনে আগ্রহী এলাকার বেকার যুবকেরা। এমনকি তার এই বয়সে এমন সফলতা দেখে পাশে থাকার এবং সকল প্রকার সহযোগিতা করার কথা জানিয়েছেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডঃ মুহাম্মদ সাজেদুল ইসলাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিংগাই।