জুলাই আগস্ট মাস জুড়ে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি ঘটনায় রংপুরে দায়ের করা একটি মামলা নিয়ে রংপুর মহানগর বিএনপি নেতাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে । গতকাল (১৮ই নভেম্বর) রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর মহানগর বিএনপির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। গত ১৬ ই নভেম্বর মামলার কথোপকথন সংক্রান্ত একটি ভিডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে উভয়পক্ষ আলোচনায় আসেন। গত ১৩ ই নভেম্বর রংপুর মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলা এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় তিনি পুলিশ এবং আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুলিতে আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি ২৫ জনের নাম উল্লেখ করে রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুকে একটি আসামির তালিকা দেন। কিন্তু মামলাটিতে মোট ১৮১ জনকে আসামি করা হয়। এর মধ্যে অনেক নিরীহ, অসহায়, রাজনীতির সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তিবর্গও রয়েছেন। বিষয়টি সবার নজরে এলে স্থানীয় বিএনপি নেতা এবং শহর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কাওসার জামান বাবলার কাছে স্থানীয় কিছু লোকজন বিষয়টি জানতে আসেন এবং তাদেরকে আসামী করার কারন জানতে চান। তখন তিনি বাদী মামুনুর রশীদকে ডেকে পাঠান এবং এ বিষয়ে জানতে চান। তখন তিনি বলেন, আড়াই মাস আগে আমি ২৫ জনের নাম উল্লেখ করে শামসুজ্জামান সামুর কাছে একটি তালিকা প্রদান করি। তারপর এ বিষয়ে আর আমি কিছুই জানিনা। অতিরিক্ত নাম গুলো তিনিই সংযোজন করেন বলেও তিনি দাবি করেন। এ সংক্রান্ত একটি ভিডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। বিএনপি'র মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামু সাংবাদিক সম্মেলনে দাবি করেন, একটি দল, একটি গ্রুপ বিএনপি ও নেতাদের সুনাম ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। তারা বিগত আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই এমন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে তিনি কেন্দ্র কে জানাবেন এবং তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনবেন বলেও ঘোষণা দেন। বিষয়টি নিয়ে রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুর সাথে কথা হলে তিনি জানান, আমরাও বিগত সরকারের আমলে এরকম মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে ছিলাম। এখনো যদি ওই অবস্থা চলতে থাকে তাহলে সেটা দুঃখজনক। তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যারাই দলের সুনাম ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। ঘটনার পর থেকে মামুনুর রশীদ গা ঢাকা দিয়েছেন।