আওয়ামী সরকারের আমলে- অন্যায়, দুর্নীতি ও অপরাধ করেও রাজার মতো চলা শত শত নেতাকর্মীরা এখন সারাদেশে প্রায় প্রতিদিনই স্থানীয় প্রশাসনের দ্বারা গ্রেফতার হতে বাধ্য হচ্ছে। বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও এর ব্যতিক্রম ঘটেনি। গেল স্বৈরাচারী সরকারের আমলে শত শত অপরাধ করে বেঁচে যাওয়া অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও তা থেকে ব্যতয় ঘটাননি। আর তারই প্রেক্ষিতে, স্থানীয় লোকজন ও প্রশাসনের তোপের মুখে পড়ে গত পরশু সাবেক ইউপি চেয়ারম্যানের নামে ময়মনসিংহে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় মো. সাইদুল নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।গেল মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুলকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করা হয়।তাছাড়া কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে অভিযান চালিয়ে ঘাগড়া ইউনিয়ন পরিষদ থেকে সাইদুলকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ সদর থানা হেফাজতে রয়েছেন।