যশোর সদরের ধর্মতলা কাঁচাবাজারে চাঁদা না দেয়ায় এক মাংস ব্যবসায়ীকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে টাকা লুটের ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে, চাঁদাবাজদের চাহিদা অনুযায়ী তিন লাখ টাকা না দেওয়ায় স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৪২) ফেলে দেন এবং তার কাছ থেকে ৮৭ হাজার টাকা ছিনতাই করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক আতঙ্ক বিরাজ করছে। নজরুল খোলাডাঙ্গা গাজীপাড়ার মৃত গণি মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে তিনি যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ উঠেছে খোলাডাঙ্গা গাজীপাড়ার মৃত গণি গাজীর ছেলে মহুরি মাসুদুর রহমান টিটু কিছুদিন পূর্ব হতে নজরুল কসাইয়ের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। না দেয়ায় তিনি প্রকাশ্যেই এ কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। আহত নজরুল কসাই জানান, মহুরি মাসুদুর রহমান টিটু গাজী প্রায়ই তার দোকানে মাংস নিতে আসেন। এবং বলেন, ‘কাকা এক কেজি মাংশ দে, একটু পরে টাকা দিয়ে যাচ্ছি। এভাবে প্রায় মাংস নিলেও কখনো টাকা দেয়না। এভাবে প্রতিনিয়ত করতে থাকার এক পর্যায় তিনি মাংশ দেয়া বন্ধ করে দেন। যা নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৪/৫ দিন আগে তার কাছে তিন লাখ টাকা চাঁদাদাবি করেন মাসুদুর। অনথ্যায় ব্যবসা করতে দেবেনা বলে হুমকি দেয়। এদিকে ১২ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে ধর্মতলা কাঁচাবাজারে তার নিজস্ব দোকান মা-বাবার দোয়া মিট হাউজের সামনে দাড়িয়ে ছিলেন নজরুল। এ সময় মোটরসাইকেলে মাসুদুর এসে সেই তিন লাখ টাকা চাঁদাদাবি করে। না দেওয়ায় মাসুদুর তার মোটরসাইকেল দিয়ে প্রথমে নজরুল ইসলামের পিছনে ধাক্কা দেয়। তিনি ড্রেনের মধ্যে পড়ে যান। তাকে ধরে বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারেন মাসুদুর রহমান টিটু। তার কাছে থাকা ব্যবসার ৮৭ হাজার ৪৩২ টাকা নিয়ে চলে যান মাসুদুর। যাওয়ার সময় বলে যান কাকা বাকি টাকা রেডি রাখিস। পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, হাসপাতালে পুলিশ ভিকটিমের সঙ্গে কথা বলেছে, একই সঙ্গে ঘটনাস্থলও পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।#