তীব্র যানজটে নাকাল টাঙ্গাইলের সখিপুরবাসী। একটি পৌরসভা ১০টি ইউনিয়নের প্রায় তিন লক্ষাধিক জনগন নিয়ে সখিপুর উপজেলা গঠিত। প্রতিদিন লক্ষাধিক মানুষ বিভিন্ন প্রয়োজনে মোটরসাইকেল,অটো ভ্যান,রিক্সা,সিএনজি যোগে সখিপুর উপজেলাসহ হাটবাজার,মার্কেটে আসে। ফলে প্রায়ঃশই সখিপুর তালতলাচত্বর হতে শালগ্রামপুর রোড,গার্লস স্কুল রোড,ঢাকা রোড,কচুয়া রোড,উপজেলা রোডে তীব্র যানজট লেগে থাকে। অপরিকল্পিতভাবে নগরায়ন ও মার্কেট নির্মান করার কারনে এবং মোটরসাইকেলসহ যানবাহন মার্কেটে পার্কিংয়ের ব্যবস্থা না থাকার ফলে এ তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে সখিপুর বাজার মার্কেট মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানিয়েছেন। পরবর্তীতে মার্কেট নির্মানে সকল প্রকার ব্যবস্থাপনা থাকবে বলেও তিনি জানান। যত্রতত্র মার্কেটের সামনে মোটরসাইকেল পার্কিং,সড়কের পাশে ভ্রাম্যমান দোকানপাট নিয়ে পসরা বসা,অতিরিক্ত টাকায় সখিপুর হাটবাজার ইজারা দেওয়ার কারনে  সড়কের উপর দোকানপাট বসানোর ফলে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেইসাথে এ সড়কে অপরিকল্পিতভাবে বাঁশের ট্রাক,পোল্ট্রি মুরগির ভ্যাকসিন ট্রাক,ট্রান্সপোর্ট,কার্গো গাড়ি চলাচলের কারনে তালতলাচত্বরে যানজট লেগেই থাকে। যানজট নিরসনে মাঝে মধ্যে ট্রাফিক পুলিশের সাথে সখিপুর থানা পুলিশ সহযোগিতা করতে দেখা যায়। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.জাকির হোসেন বলেন,ট্রাফিক সার্জেন্ট,বনিক সমিতি,মার্কেট মালিক,ব্যবসায়ীদের সহযোগিতা পেলে সখিপুর তালতলাচত্বরের যানজট নিরসন করা সম্ভব।