গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তিনি গতকাল ১৯ জানুয়ারি (রোববার) দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের গণমাধ্যম কর্মীদের সাথে এক "মতবিনিময়" সভায় এ সব কথা বলেন। বিগত সরকারের ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, এতদিন গণমাধ্যম যথাযথ ভাবে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এখন যে সকল সংবাদ কর্মী প্রচলিত আইন কানুন, বিধি বিধান সঠিকভাবে অনুসরণ করবে তারাই শুধুমাত্র প্রতিযোগিতায় টিকে থাকবে, তারাই শুধু গ্রহণযোগ্যতা পাবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের বিকাশ সম্ভব নয়। গণমাধ্যমের মালিক, বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতির কারণে গণমাধ্যমকে ব্যবহার করার প্রবণতা প্রবল হয়ে উঠেছিল আর এ কারণেই মূল ধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে রাজনীতির কারণে। গণমাধ্যম কর্মীদের উপর নির্বিচারে মামলা মোকদ্দমা, আইন-কানুন দিয়ে নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থে অতি মুনাফা লাভের প্রবণতা গণমাধ্যমের সুনাম ধ্বংস করেছে। গণমাধ্যমের এই দুষ্ট চক্র ভাঙতে না পারলে গণমাধ্যম কোনদিন স্বাধীন হবে না। পত্রিকা, টেলিভিশন, অনলাইন পোর্টাল, সরকারি বেসরকারি সকল গণমাধ্যমে একটি সুন্দর প্রতিযোগিতা থাকতে হবে। তাহলেই গণমাধ্যমের মান উন্নয়ন হবে এবং দেশের গণমাধ্যম সঠিক ধারায় পরিচালিত হবে। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনা গুলোর মধ্যে রয়েছে অবিলম্বে মিডিয়া কমিশন গঠন, বিভাগীয় পর্যায়ে পিআইবির শাখা স্থাপন, রাজধানী ও মফস্বলের গণমাধ্যম কর্মীদের মধ্যে বৈষম্য নিরসন তথা সুযোগ-সুবিধার ব্যবধান কমানো, সাংবাদিকদের দলীয় প্রভাব মুক্ত রাখা, গণমাধ্যম কর্মীদের কন্ঠ রোধ করে এমন কালা কানুন বাতিল করা, দেশব্যাপী সাংবাদিকদের একক পরিচিতি নম্বর প্রদান করা, বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে বৈষম্য নিরসন করা ইত্যাদি।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতি আরা নাসরিন শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ, আব্দুল্লাহ আল মামুন, সংস্কার কমিশনের উপসচিব কাজি জিয়াউল হক বাসেত প্রমূখ।
স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক মাহবুবার রহমান হাবু, দৈনিক দাবানল পত্রিকার সম্পাদক খন্দকার মোস্তফা সরোয়ার, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজহারুল মান্নান এনটিভি রংপুরের সিনিয়র করসপন্ডেন্ট একেএম মইনুল হক, ঢাকা পোস্টের নিজস্ব সংবাদদাতা ফরহাদুজ্জামান ফারুক, সময় টেলিভিশনের নাজমুল ইসলাম নিশাত, বাংলাভিশনের রংপুর ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। সভায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের প্রায় ১২০ জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।