রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতকাল ১৯ (নভেম্বর) বিকেলে রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক মোঃ আসাদুজ্জামানের আদালতে পিবিআই পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত জুলাই আগস্ট মাসজুড়ে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়। ১৬ই জুলাই তিনি নিহত হওয়ার পর দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। আবু সাঈদ নিহত হওয়ার পর তার বড় ভাই আবু হোসেন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা এজাহার ভুক্ত আসামি শরিফুল ইসলাম। গত ১৮ ই নভেম্বর নগরীর খামার এলাকা থেকে শরিফুল ইসলামকে পিবিআই পুলিশ ডেকে নিয়ে যায় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দেখান। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গুলি করার নির্দেশ দেওয়ার অ