নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাসায়নিক সার-বীজ ও বিভিন্ন উপকরণ বিতরনের উদ্বোধন করা হয়েছে।
নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাসায়নিক সার-বীজ ও বিভিন্ন উপকরণ বিতরনের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়সরিষা,গম,ভুট্রা,সূর্যমুখী,মসুর,মুগ,খেসারী,শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে রোববার উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরনের এই উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক,রাণীনগর টিটিডিসি সোনালী ব্যাংক পিএলসি শাখা ম্যানেজার মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠ দপ্তর সুত্র জানায়,কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা জুরে ৬হাজার ২৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর মধ্যে গম চাষে ৪০০জন,ভুট্রা-১১০জন,সরিষা-৫হাজার ৫৮০জন, সূর্যমুখী-২০জন, চীনাবাদম-১০জন, শীতকালীন পেঁয়াজ-৬০জন, মসুর ৬০জন, মুগ-৩০জন ও খেসারী ডাল চাষে ৩০জন কৃষককে বিনামুল্যে এই বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দেয়া হচ্ছে।