রাবিপ্রবি প্রতিনিধিঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে (২১-২২) ফেব্রুয়ারি, এই দুই দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়।

রাবিপ্রবি প্রতিনিধিঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে (২১-২২) ফেব্রুয়ারি, এই দুই দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয়বারের মতো এই বইমেলার আয়োজন করেন শিক্ষার্থীবৃন্দ। গত বছর একদিন ব্যাপী বইমেলার আয়োজন করেছিলেন তারা। সে বছরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে চলতি বছর বইমেলার সময় একদিন বাড়িয়ে দুই দিনের জন্য আয়োজন করা হয়। বই মেলার প্রথমদিনে (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া এগারো ঘটিকায় বই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সেলিনা আখতার। এই সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, ড. নিখিল চাকমা (ভারপ্রাপ্ত প্রক্টর), মোহাম্মদ ইউসুফ (রেজিস্ট্রার), মোঃ নুরুজ্জামান (হিসাব পরিচালক), জনসংযোগের উপ-পরিচালক সাইফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

”একুশের চেতনায় বর্ণ, বর্ণে বর্ণে সম্প্রীতি” এই স্লোগান কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের একুশের চেতনা ও শিক্ষা-সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এই বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। সরেজমিনে ঘুরে দেখা গেছে বই মেলায় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা এই বই মেলা পরিদর্শন করেন।  প্রথম দিনের মেলায় পাঠকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য সহ অনেক শিক্ষককেই বই কিনতে দেখা গেছে। 

প্রথমদিনে মেলা পরিদর্শন করে উপাচার্য সন্তোষ প্রকাশ করে বলেন”আগামীতে তিন দিনব্যাপী বইমেলার কথা ভাবছে প্রশাসন। পাশাপাশি স্থানীয় ও বিভিন্ন প্রকাশনী থেকে শুরু করে নানা মহলকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বড় পরিসরে বই মেলার চিন্তা করছে কর্তৃপক্ষ”।বই বিক্রির বিষয়কে শুধু বই কেনার ইচ্ছা ও আগ্রহ নয় বরং জ্ঞান অর্জনের পিপাসা হিসেবে দেখছেন আয়োজকরা।