কিশোরগঞ্জের সকল উপজেলার নব -নির্বাচিত আমিরগণ শপথ গ্রহণ করেছেন।

কিশোরগঞ্জের সকল উপজেলার নব -নির্বাচিত আমিরগণ শপথ গ্রহণ করেছেন।  ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) ভোটে নির্বাচিত কিশোরগঞ্জ শহর শাখা ও ১৩ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে নির্বাচিত এ ১৪ জনকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলীর।নির্বাচিত হয়ে যারা শপথ নিয়েছেন তারা হলেন- কিশোরগঞ্জ শহর শাখায় মাওলানা আ ম ম আবদুল হক, সদর উপজেলা শাখায় মাওলানা ক্বারী নজরুল ইসলাম, হোসেনপুর উপজেলা শাখায় আমিনুল হক, পাকুন্দিয়া উপজেলা শাখায় মাওলানা আবদুল জব্বার, কটিয়াদী উপজেলা শাখায় অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, তাড়াইল উপজেলা শাখায় হাবিবুর রহমান, করিমগঞ্জ উপজেলা শাখায় মাওলানা আবুল কাশেম, ইটনা উপজেলা শাখায় হাফেজ আবুল হোসাইন, মিঠামইন উপজেলা শাখায় মাওলানা তাজুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলা শাখায় মাওলানা আশরাফুল হক, নিকলী উপজেলা শাখায় আবুল হোসেন, বাজিতপুর উপজেলা শাখায় ডা. ইয়াকুত আলী, কুলিয়ারচর উপজেলা শাখায় মাওলানা রফিকুর রহমান ভৈরব উপজেলা শাখায় মাওলানা কবির হোসেন।উল্লেখ্য  গত ৮ নভেম্বর কিশোরগঞ্জ সদর  নগুয়া এলাকার আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে সদস্যদের (রুকন) সম্মেলনে জেলার সকল উপজেলার ৬০০ নারী-পুরুষ ভোটার কিশোরগঞ্জ শহর শাখা ও ১৩টি উপজেলা শাখা আমির নির্বাচনে ভোট প্রদান করেন। সকল উপজেলার আমিররা আগামী দুই বছর  তারা দায়িত্ব পালন করিবেন।