রোববার প্যানেল মেয়র-৩ মোছাঃ নাজমা বেগম এর সভাপতিত্বে পৌরসভার ৭ সদস্য বিশিষ্ট কাউন্সিলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ওই জরুরি সভা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নজিরবিহীন গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশে নতুন অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত হয়।

চলমান পরিস্থিতিতে শেরপুর পৌরসভার অচলাবস্থা নিরসনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার প্যানেল মেয়র-৩  মোছাঃ নাজমা বেগম এর সভাপতিত্বে পৌরসভার ৭ সদস্য বিশিষ্ট কাউন্সিলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ওই জরুরি সভা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নজিরবিহীন গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশে নতুন অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত হয়।

উদ্ভুত পরিস্থিতিতে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ১নং প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম এবং ২নং প্যানেল মেয়র মোঃ কামাল হোসেন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার কারণে শেরপুর পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় পৌর নাগরিকদের হয়রানি রুদে এবং অফিসিয়াল কাজে গতি ফেরাতে জরুরি ভিত্তিতে ২ জন কাউন্সিলরকে প্যানেল মেয়রের দায়িত্ব প্রদান করা প্রয়োজন হয়। সেমতে ওই জরুরি সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমানকে ১নং প্যানেল মেয়র এর দায়িত্ব এবং ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নিজাম উদ্দিনকে ২নং প্যানেল মেয়রের দায়িত্ব প্রদান করা হয়।  

উদ্ভুত পরিস্থিতিতে পৌরসভার কার্যক্রমকে সচল রাখার জন্য মেয়র এর অনুপস্থিতিতে ১ নং প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করার জন্য ৭ সদস্য বিশিষ্ট কাউন্সিলরদের সমর্থনে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই জরুরি সভায় শেরপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ হুসনে আরা নাজমা,  সংরক্ষিত আসনের কাউন্সিলর স্মৃতি পারভীন, সাধারণ আসনের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মো: রহমত উল্লাহ, মোঃ নাছিরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ নিজাম উদ্দিন ও মোঃ বাবুল মিয়া উপস্থিত ছিলেন।