আমরা সকলে মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে কাদে কাদ রেখে হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দূর্গাপূজা পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি সরাইল শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, আমাদের এলাকার সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে আছি। আমাদের এখানে কখনো কোন সমস্যা হয়নি, ভবিষ্যতে কোন সমস্যা হবেনা ইনশাল্লাহ। তিনি বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। দুঃখজনক হলেও সত্য যে, প্রতিবছর পূজার সময়ে কিছু ষড়যন্ত্রকারী চক্রান্তকারী একটি মহল বিশৃঙ্খলার চেষ্টা করে। এবার আরো বেশী বিশৃঙ্খলার আশঙ্কা করছি। এজন্য আমি ক্ষুদ্র পরিসরে এলাকায় এসেছি। যারা রাজনীতির সাথে যুক্ত এসব ভাই বোনরা অনেক শান্তি প্রিয় এবং এই এলাকার মানুষও অত্যান্ত শান্তি প্রিয়। তারা বিশ্বাস করে যে, ধর্ম যার যার রাষ্ট্র সবার। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে, দেশটা আমাদের সকলের। যদি কোন ষড়যন্ত্র হয় দেশবাসি একত্র হয়ে রোহে দেব ইনশাল্লাহ। আমি গতকাল থেকে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় মন্ডবগুলো অত্যান্ত আনন্দের সাথে পরিদর্শন করছি। অত্যান্ত শান্তিপূর্ণ এবং আনন্দ উৎসবের সাথে ভাই বোনেরা উৎসবটি পালন করছেন। এ উৎসবে শামীল হওয়ার জন্য ঢাকা থেকে আমার আসা। বাংলাদেশের যে যেখানেই উৎসব পালন করছেন সকলেই যেন শান্তিপূর্ণ ভাবে নিরাপদে আনন্দের সাথে এই উৎসব পালন করতে পারেন আমি সকলের প্রতি আহবান জানাই। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, সরাইল কলেজের সাবেক বিপি মোঃ ওসমান খান, যুবদলের সাবেক সেক্রেটারী জহির উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম সেলু, ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জল, ছাত্রদলের সাবেক সেক্রেটারী ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, বিএনপি নেতা রৌশন আলী, আয়ূব হোসেন, ইসলাম খান, কামাল, জুনায়েদ, জুয়েল, সোহাগ মিয়া, বায়েছ মিয়া প্রমুখ ।শুক্রবার রাতে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন উপলক্ষ্যে আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে সরাইল বালিকা বিদ্যালয়ের কয়েকশত বিএনপির নেতাকর্মী জড়ো হয়। তিনি গাড়ি থেকে নামার পর উৎসুক নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুহরিত হয়ে উঠে এলাকা। মিছিলে মিছিলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।