টাঙ্গাইলের সখিপুরে দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনা কারিদের বিচার দাবিতে সখিপুর উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে মানববন্ধন পালন করেন। বুধবার (৬নবেম্বর) বিকেল ৫টায় সখিপুর উপজেলা গেইটের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।এতে বক্তরা, আত্মহত্যায় প্ররোচনায় কারিদের ৭২ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।৭২ ঘন্টার মধ্যে কোন আসামী গ্রেফতার না হলে থানা ঘেরাও কর্মসুচি হাতে নিবেন বলে বক্তারা জানিয়েছে। আগামী রবিবার থেকে ১৪৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করবে বলে তারা প্রাথমিক কর্মসুচি দিয়েছেন। মানব বন্ধন কর্মসুচিতে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।সখিপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুর সঞ্চালনায় সভাপতি খুরশিদ জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাজমুল তালুকদার, মোজাম্মেল, মিজানুর রহমান শামীম, আনোয়ার দুলাল সায়েম সাইফুল,আনোয়ার কবির, মোশারফ হোসেন, জাহানারা বেগম, হাবিবুল্লাহ, শাহনাজ শারমিন আরো অনেক শিক্ষক নেতারা,এ সময় অনেক বক্তারাই বক্তব্য প্রদান করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা অতি দ্রুত আসামীদের গ্রেপ্তার সহ দ্রুত বিচার কার্যক্রমের জন্যে সকল সাংবাদিক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে একমাত্র শিক্ষক নুরুল ইসলামের মেয়ে নিপা বাদী হয়ে সখিপুর থানায় আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।