ফরিদপুরের সদরপুর উপজেলায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল ঘুষিতে কবির উদ্দিন আকন (৫০) নামের এক অটোচালকের মৃত ঘটনা ঘটেছে।

ফরিদপুরের সদরপুর উপজেলায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল ঘুষিতে কবির উদ্দিন আকন (৫০) নামের এক অটোচালকের মৃত ঘটনা ঘটেছে। জানাগেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার সাড়েসাতরশি বাজারে প্রধান সড়কে ধানহাটা নামক ¯’ানে ব্যবসায়ী মোক্তার হোসেন এর দোকানের সামনে কবির আকণ অটো ঘোরানোর সময় অপর দিক থেকে  গতিতে স¤্রাট নামক এক ব্যাক্তির অটো এসে কবিরের অটোর সাথে ধাক্কা লাগে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স¤্রাট, সাজিদ ওআমির হোসেন নামক ৩ব্যাক্তি কবিরকে এলোপাথারী কিল ঘুষি লাথি মারলে সে ঘটনা¯’লেই গুরুতর অসু¯’ হয়ে পড়লে তাকে প্রথমে তাকে বিশ জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সন্ধ্যা অনুমান ৭ ঘটিকায় কবির উদ্দিন আকন চিকিৎসাধীন অব¯’ায় মৃত‚্যবরণ করে। এ ব্যপারেতার ভাই মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। আসামীরা হলেন ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মফিজ ওরফে শুকুর মিয়ার ছেলে স¤্রাট (২৫), সাজিদ (২৩) একই গ্রামের ফিরোজ মিয়ার পুত্র আমির হোসেন (২৪)। মৃত কবির উদ্দিন আকন উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আকন ডাঙ্গী গ্রামের মৃত মোঃ কাশেম আকনের পুত্র। এ ব্যপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেওয়া হবে।