এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমি বিষয়টি জানতে পেরেছি এবং ক্ষতিগ্রস্থদের আবেদন করতে বলেছি।

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের চোকদার ডাঙ্গী গ্রামে গতকাল রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানাগেছে উপজেলার চোকদার ডাঙ্গী গ্রামের শেখ আইনদ্দিনের পূত্র শেখ করিমের বসত বাড়ির গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসীর ধারনা। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশর্^বর্তী রান্নাঘর খড়ির ঘরসহ বাড়িতে থাকা ৩টি ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় গোয়াল ঘরে থাকা ১টি গরু ৪টি ছাগল আগুনে পুড়ে ভষ্মিভুত হয়।

সংবাদ পেয়ে সদপুর ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে সদরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার ইলিয়াস মোল্লা জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমরা দুইটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩লক্ষ ৫০ হাজার টাকা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমি বিষয়টি জানতে পেরেছি এবং ক্ষতিগ্রস্থদের আবেদন করতে বলেছি। আবেদনের পরে সরকারীভাবে তাদেরকে সহযোগীতা করা হবে।