সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ও বিকালে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টা ২৫ মিনিটে জালালাবাদ থানা পুলিশের এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় ফোর্সসহ ০২নং হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এসময় ৫০৮২ পিস ভারতীয় Nestle KitKat চকলেট (মূল্য ১,৫২,৪৬০ টাকা) ও একটি অনটেস্ট সিএনজি (মূল্য ৩,০০,০০০ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। মোঃ ইসমাইল আলী (৩০), ২। নোমান মিয়া (৪১), ৩। মোঃ তিতাস রহমান (২০), ৪। মোঃ জামাল মিয়া (৩৫)।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-১১, তারিখ-১৫/০৯/২০২৫, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫B(1)(b)/২৫D এ মামলা রুজু হয়েছে।
অপরদিকে, বিকাল ৪টা ৩৫ মিনিটে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একই এলাকায় আরেকটি চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি সাদা হাইয়েস গাড়ি থেকে ২২ হাজার ৫৩০ পিস চকলেট (মোট ২৭ প্যাকেট, মূল্য ১১,৭৭,৩২০ টাকা), ৭ বোতল বিদেশি মদ এবং গাড়িটি (মূল্য ২৫,০০,০০০ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। মোঃ ইমরান আহমদ (২৫), ২। মারুফ আহমদ (২৩), ৩। ফাহিম হোসেন তানভীর (২১), ৪। মোঃ নাদিম হাসান (২৭)।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-১২, তারিখ-১৫/০৯/২০২৫, বিশেষ ক্ষমতা আইন ২৫B(1)(b)/২৫B(2)/২৫D এ মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।