অদ্য ২০/১১/২০২৪ খ্রি: সকাল ০৫:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি এয়ারপো

অদ্য ২০/১১/২০২৪ খ্রি: সকাল ০৫:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা-এয়ারপোর্ট রোডের খাসদবীর মদনী মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. রুবেল আহমদ , পিতা- মো. বিলাল উদ্দিন, মাতা- মো. খাদিজা বেগম, সাং- পাতনী,রুস্তমপুর,থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, ২। সাইদুল ইসলাম , পিতা-আলী হোসেন, মাতা- খুদেজা বেগম, সাং- বিছনাকান্দি, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেটদ্বয়কে ধৃত করতে সক্ষম হন। অত:পর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ১০৫ (একশত পাঁচ) বস্তা, প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৫২৫০ (পাঁচ হাজার দুইশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি যার মূল্য অনুমান ৬,৩০,০০০/-(ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকার ভারতীয় চিনি এবং ০১টি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীদ্বয় ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে এসএমপি এয়ারপোর্ট থানার মামলা নং- ১৫, তাং-২০/১১/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D  মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।