সুনামগঞ্জে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুল।


সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোমবার রাত সাড়ে নয়টায় শহরের এনা পরিবহন কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি নেতা নুরুলকে ফুলেল শুভেচছা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন  জানান। 

 এসনয় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ লিলু, ২য় যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  জাহাঙ্গীর আলম, 
লক্ষণশ্রী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম ( সাইফুল) । 
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।