সুনামগঞ্জের ইজারা বিহীন ধোপাজান চলতি নদী থেকে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অবৈধ ভাবে বালু উত্তলনের গোপন সংবাদ পেয়ে ট্রলার সহ ৫ জনকে আটক করা হয়। ১৩ অক্টোবর রবিবার রাত ২টায় ক্যাপ্টেন তরিকুল হোসাইন (৬১ ইবি) সেনা সদস্য ফোর্সদের নিয়ে সুনামগঞ্জ চলতি নদী হইতে অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের ৫ টি ট্রলারের মধ্যে ১ টি বালু ভর্তি ট্রলার সহ ৫ জনকে আটক করা হয়েছে । এদিকে আটককৃতরা হলেন জগাইরগাও গ্রামের কুদরত উল্লাহর ছেলে জিহাদ আহমদ (১৮), নতুন হাছন নগরের মৃত নবাব আলীর ছেলে বশির আহমদ (৩০), ইব্রাহিম পুরের আব্দুল গফারের ছেলে মামুন মিয়া (২০), জগাইরগাও গ্রামের আরব আলীর ছেলে কুদরত উল্লাহ ( ৫২), জগাইরগাও গ্রামের মৃত লুকমান মিয়ার ছেলে আজিদ মিয়া (২৯) এবং বাকিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে বালুর ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এসকল আসামিদের আটককৃত অবৈধ বালুর ট্রলার সহ ৫ জনকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী ।