গত বৃহস্পতিবার ১১ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধা বাড়ির বাগান থেকে মিনু বেগম (৪৬) নামে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ সোহেল রানা এবং সদর-মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত দক্ষিণ হামছাদী ইউনিয়ন সুপারি বাগানে মিললো এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। 

গত বৃহস্পতিবার ১১ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধা বাড়ির বাগান থেকে মিনু বেগম (৪৬) নামে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ সোহেল রানা এবং সদর-মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ জানিয়েছেন, নিহতের গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো ছুরি একাধিক আঘাত রয়েছে। নিহতের বোন পারভিন বলেন, দুপুর ১টার দিকে বাগানে সুপারির খোল খুঁজতে গিয়েছিল। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় সবাই তাকে খুঁজতে বের হয়। সারাদির না ফেরার পুনরায় মাহরিবের পর পরিবারের সদস্যরা খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দুরর্ত্বে মৃধা বাড়ির বাগানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকেন দেখেন স্বজনরা।

মিনু বেগম দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়ির চালক মমিন উল্যার স্ত্রী।পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বলেন, এটি হত্যাকান্ড। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে হবে।