নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজের আয়োজনে শাহানশাহ হক ভান্ডারী ইসলামিক এরাডেমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা ৯ নভেম্বর শনিবারে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজের আয়োজনে শাহানশাহ হক ভান্ডারী ইসলামিক এরাডেমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা  ৯ নভেম্বর শনিবারে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।সেনবাগ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৫৮৬জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যা বিএসসি জানান -  শাহানশাহ হক ভান্ডারী ইসলামিক একাডেমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৮৬ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করছে, সকাল এবং বিকেল দুই সিপটি তে পরীক্ষা নেওয়া হচ্ছে. শাহানশাহ্ হক ভান্ডারী বিএম বালিকা স্কুল এন্ড কলেজের  প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধো আবুল কালাম আজাদ বি এবিএড। বৃত্তি পরীক্ষা চলাকালীন তিনি  পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা মাওলানা নুরুল আফসার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম চৌধুরী সবুজ,হল সুপার হেদায়েত উল্যা আনোয়ার, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুছা সহ আরো অনেকে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে বিদ্যালয় প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধো আবুল কালাম আজাদ গনমাধ্যমকর্মীদের বলেন- সেনবাগের দক্ষিণ অঞ্চলের নারী শিক্ষাকে প্রসারিত করতে তিনি নিজে জমিতে এই বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন আগত অভিভাবকগন বৃত্তি পরীক্ষার সার্বিক পরিবেশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ।