এক পা নেই, আরেক পা ও হাতের উপর ভর করে চলতে হয় বৃদ্ধা বাবুল আক্তারের। দীর্ঘ ২ বছর যাবৎ এক পা ও হাতের উপর ভর করে চলছে তার জীবন। আর কোন দিন দুই পা'র উপর ভর করে দাঁড়াতে পারবেনা বাবুল আক্তার (৫৭)।
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ডাক্তারের পরামর্শে তার এক পা কেটে ফেলা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র বাশুড়িয়া এলাকায় স্ত্রী ২ ছেলে ১ মেয়ে নিয়ে তার সংসার। আর বর্গা জমিতে কৃষি কাজ করে চলছে তাদের জীবন। অসহায় এই বৃদ্ধার সাথে উপজেলা চত্বরে কথা হয় মর্নিং পোস্ট পত্রিকার স্থানীয় প্রতিনিধির সাথে।
এ সময় তিনি বলেন, কেউ যদি একটা হুইল চেয়ার দিত তাইলে আর কিছু দিন চালতে পারতাম। তিনি আরো বলেন, প্রায় ২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়েছিল। চার সদস্যের পরিবার নিয়ে সংসারে একমাত্র উপার্জনকারী তিনি নিজেই। একটি পা না থাকায়, অন্য পাতে সেভাবে শক্তি পান না। অভাবের সংসারে করাতে পারেননি চিকিৎসাও। এরপর থেকেই শুরু হয় জীবন চালানোর যুদ্ধ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের মত শক্তিও শরীরে নাই।একটা চেয়ার যদি কেউ দিত, তা দিয়ে আরও কিছুদিন হয়তো চলতে পারতাম।
স্থানীয় স্বেচ্ছাসেবী তাহমিদ আলম বলেন, তার পরিবারও অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে। সরকার ও হৃদয়বানদের সহযোগিতা পেলে এই পরিবারটি অনেক উপকৃত হবে।