সোমবার ২১ অক্টোবর সকালে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যাদা প্রদান সহ ৬ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২১ অক্টোবর সকালে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যাদা প্রদান সহ ৬ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এসময় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থী কিবরিয়া গোলাম মহসিন,মাসুদ পারভেজ,জান্নাতুল ফেরদৌস জান্নাত ও তাকাওয়া ইসলাম। মানববন্ধনে ৬ দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি স্বতন্ত্র ‘মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর’ গঠন করতে হবে।দেশের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) মেডিকেল টেকনোলজি কলেজে রূপান্তর করে, ঢাকার আইএইচটিকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ বিষয়ভিত্তিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রভাষক হতে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে পদায়ন করতে হবে।মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ) বাস্তবায়ন করে ৫০ হাজার নতুন পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দিতে হবে।বক্তারা আরও দাবী তুলে ধরে বলেন, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি করে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বিএসসি ও এমএসসি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা এবং স্কলারশিপ প্রদানসহ সব অনুষদের বিএসসি কোর্স চালু করে শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।পরে তারা জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর নিকট তাদের দাবীর অনুলিপি তুলে দেন এবং দাবী বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান উপস্থিত শিক্ষার্থীরা।