
কিছু কাজের দাম কমবে: যেমন কনটেন্ট লেখা, বিজ্ঞাপনের কপি তৈরি, ডেটা অ্যানালাইসিস AI এগুলো অনেক দ্রুত আর সস্তায় করতে পারে।
কিন্তু দক্ষতার দাম বাড়বে: একজন মার্কেটারকে এখন শুধু পোস্ট বানানো না, বরং AI টুল ব্যবহার করে কৌশল বের করতে, মানুষের আচরণ বুঝতে, ব্র্যান্ড গড়তে হবে। এসব জায়গায় AI একা পারবে না।


সাধারণ ডিজাইনের দাম কমবে: যেমন লোগো, পোস্টার, ব্যানার AI টুল এখন মিনিটের মধ্যে বানিয়ে ফেলছে। ফলে বেসিক ডিজাইনের দাম কমে যাবে।
ক্রিয়েটিভ ডিজাইনারের দাম বাড়বে: ব্র্যান্ডিং, ইউনিক ডিজাইন কনসেপ্ট, মানুষের মন বুঝে কাজ করা এসব AI পুরোপুরি করতে পারে না।


AI আসার পর কমন কাজের দাম কমবে, কিন্তু সৃজনশীল ও স্ট্র্যাটেজিক কাজের দাম বাড়বে।
মানে, AI তোমাকে প্রতিদ্বন্দ্বী না, বরং সহকারী হিসেবে ব্যবহার করতে জানতে হবে।