গত ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. আনুমানিক দুপুর ১২টার দিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিন্নাকুরী গ্রামে তালদীঘি নামক এলাকার শশধর চন্দ্র বর্মণের ইউক্লিপ্টাস বাগানের উত্তরে একটি অজ্ঞাতনামা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

 খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
পরবর্তীতে চিরিরন্দর থানা পুলিশ লাশের পরিচয় সনাক্তকরণের জন্য পার্শ্ববর্তী থানাগুলোতে সংবাদ দেয় যে, থানা কোন নিখোঁজ জিডি হয়েছে কি না,
 সংবাদ দেওয়ার এক পর্যায়ে দিনাজপুর কোতয়ালী থানায় মোঃ হারুনুর রশিদ নামে ব্যক্তি তার ফুপাতো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে জিডি করেন। পরবর্তীতে থানা কর্তৃক তাদের খবর পাঠালে নিখোঁজ ইজিবাইক চালক ফজলে রাব্বীর মৃত্যুদেহ সনাক্তকরেন তার স্বজনেরা।
 এ ঘটনার পরপরেই দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম ও অফিসার ইনচার্জ চিরিরবন্দর এর নেতৃত্বে ক্রাইম সিন টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম সহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ দিন সময়ের মধ্যে হত্যাকান্ডে জরিত (তিন) জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

হত্যা কান্ডে জরিত আসামীরা হলেন দিনাজপুর সদর এলাকার বাবুল হোসেনর ছেলে (মোঃ মাসুদ)ও চিরির বন্দর থানার বিন্নাকুড়ী এলাকার আফজাল আলীর ছেলে (মোফাজ্জল) ও দগরবাড়ী এলাকার জহুরুল ইসলামের ছেলে (মমিনুল ইসলাম)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর পুলিশ মোঃ মারুফাত হুসাইন জানান, গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যমতে ব্যাটারিসহ ইজিবাইকটি উদ্ধার করা হয়।