বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ বুধবার রংপুরের রাজপথ মিছিল সমাবেশে উত্তাল হয়ে উঠেছে।সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লালবাগে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বিক্ষোভ সমাবেশ করে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। অন্তবর্তী সরকারের কাছে তিনটি দাবী জানানো হয়। দাবিগুলো হল সুষম উন্নয়ন অন্তর্ভুক্তি মূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কম পক্ষে দুইজন উপদেষ্টা অন্তবর্তী সরকারে নিয়োগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লব ধারণ করে না এমন উপদেষ্টাকে অন্তবর্তী সরকার থেকে বাদ দেয়া। উল্লেখ্য যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগ থেকে কোন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। তাই পুরো উত্তরবঙ্গের ১৬টি জেলা বৈষম্যের শিকার হয়ে আসছে বলে বক্তারা দাবি করেন। এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা নিয়োগেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামের সূতিকাগার রংপুর হলেও রংপুরের সহজ সরল মানুষগুলো স্বাধীনতার পর থেকে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। নীতি নির্ধারণী পর্যায়ে এ অঞ্চলের মানুষ না থাকায় তাদের স্বার্থ কখনো বিবেচিত হয়নি। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আধুনিক উন্নয়নের ছোঁয়া এ অঞ্চলে লাগে নাই।মডার্ন মোড়ের বিক্ষোভ সমাবেশ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ, আশফাক আহমেদ, নাহিদ হাসান শান্ত,ইমতিয়াজ আহমেদ, ইয়াসির আরাফাত কারমাইকেল কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং শরিফুল ইসলাম। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড আখতার হোসেনকে অন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবি জানান উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুইজন করে মোট চারজন উপদেষ্টা নিয়োগের দাবিও জানান। তা না হলে অবিলম্বে উত্তরবঙ্গ কে ব্লকেড কর্মসূচির আওতায় অচল করে দেওয়ারও হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।