আমরা যদি থাকি সত দেশ সংস্কার সম্ভব এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে সেচ্ছাসেবক দলের কর্মী সভা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ২১ জানুয়ারি নারায়ণগঞ্জের ডনচেম্বার এলাকার সলিমুল্লাহ সরকে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের কর্মী সভা। 


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এছাড়াও সহ সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজীব আহসান বলেন ঢাকার পরে গুরুত্বপূর্ণ দুই একটি জায়গার মধ্যে অন্যতম হচ্ছে নারায়ণগঞ্জ। অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। এই নারায়ণগঞ্জের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের অনেক কিছুর আবর্তন বিবর্তন পরিবর্তন হয়ে থাকে।

তিনি নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে। যখন মানুষের উপড় গুলি চালানো ডালভাতের মতো বিষয় ছিলো পুলিশের কাছে। মানুষের উপর নির্বিচারে গুলি করতো। তখন অন্যান্য সংগঠনের অনেক নেতাকর্মীকে খুজে পাওয়া যাচ্ছিল না তখন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল পুলিশের চক্তচক্ষুকে উপেক্ষা করে ছিল ।এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।