মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গীতে একটি জমি নিয়ে দুই আওয়ামী লীগ পরিবারের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘদিন যা সমাধান করা যাচ্ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয়রা একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হোন। কারণ হিসেবে তারা মনে করেন, এক পরিবারে আওয়ামী লীগের ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হক এবং তার ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব এবং অপর পরিবারে সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল মাহমুদ রনির রাজনৈতিক প্রভাবই ছিল এর প্রধান কারন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের দুই পরিবারের মধ্যে আবার জমি নিয়ে নতুন ভাবে বিরোধ সৃষ্টি হওয়ায় তারা একটি সুন্দর সমাধান চায়। তাদের উভয় পক্ষের একটি সুন্দর সমাধানের আশায় নতুন করে একটি ঘরোয়া সালিশের উদ্যোগ নেয় বিএনপি নেতারা। যেখানে উপস্থিত ছিলেন বিএনপি'র জেলা- উপজেলা ও ইউনিয়নের স্থানীয় নেতা কর্মী এবং বিজ্ঞ আইনজীবীগণ। এক পক্ষে বিজ্ঞ আইনজীবী এডভোকেট আব্দুল আউয়াল এবং অপরপক্ষে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন বাবু-সহ দুই পক্ষে ছিলেন একাধিক বিজ্ঞ আইনজীবী যারা উভয় পক্ষের দলিল-পর্চা এবং কাগজ-পত্র দেখে আইন মোতাবেক একটি সুন্দর সমাধানে পৌঁছায়। এতে সহযোগিতা করে বিএনপির আইনজীবী এবং নেতাকর্মীরা। ফলে এলাকাবাসীর প্রশংসায় ভাসছে বিএনপির নেতাকর্মীরা। তারা মনে করেন এই সুন্দর সমাধান উভয় পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে।