১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোষ্টে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা উপহার বিনিময় করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ জিওসি পদাতিক ডিভিশন কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এর নেতৃত্বে চারজনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং ভারত সেনাবাহিনীর ১০১ এরিয়ার মেজর জেনারেল সুমিত রানার নেতৃত্বে চার সদস্যের সৌজন্য স্বাক্ষাতে অংশ গ্রহণ করেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি বছর বিজয় দিবস ও পহেলা বৈশাখে দুই দেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতসহ শুভেচ্ছা উপহার বিনিময় করেন। এ সময় একটি ব্যানারে বাংলাদেশ-ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা স্মরণ লেখা থাকতে দেখা যায়। এসময় একে অপরকে শুভেচ্ছা উপহার বিনিময় করেন।প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন স্টাফ অফিসার ও সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এমজাবের বিন জব্বার অধিনায়ক। ভারত সেনাবাহিনীর দুইজন কর্মকর্তাসহ একজন বিএসএফ কর্মকর্তা ছিলেন এই স্বাক্ষাতে।