আজ ২৬ শে রমজান দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

আজ ২৬ শে রমজান দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লাইল অর্থ রাত আর কদর অর্থ সন্মান, মর্যাদা। রমজানের শেষ দশ রাতের বিজোর যেকোনো রাত কদর হওয়ার সম্ভাবনা থাকে। তবে আলেমগণ ২৭ তম রাতে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে অভিমত দেন। কদর এর পবিত্র রাতেই পবিত্র কোরআন নাজিল হয়। পবিত্র কোরআনে এই রাত নিয়ে সূরা কদর নামে একটি সূরা ও রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন " নিশ্চয় আমি এটি নাজিল করেছি কদরের রাতে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতা ও রূহ তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। সে রাত থাকে ফজর পর্যন্ত। - সূরা কদর।
মুসলিম উম্মাহ নানান ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে এ রাতে জাগ্রত থাকে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতের ভিতর দিয়ে অসীম বরকত লাভের সুযোগ থাকে এ রাতে।