আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির অহংকারের দিন। এ উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের ছয়দুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাল সবুজের নির্দিষ্ট পোশাক পরিহিত কোমলমতি শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর আগে জাতির বীর সন্তান ভাষা শহীদদের শ্রদ্ধা ও স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং স্কুল আঙিনার  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছয়দুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম বলেন, কোমলপ্রাণ শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার এ ছোট্ট প্রয়াস উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান এবং জাতীয় দিবসগুলোতে ওমন অনুষ্ঠানমালা পালনের নির্দেশ উপজেলা শিক্ষা অফিস থেকে পেয়ে থাকেন।

 এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার শেষে তাদের মাঝে বিভিন্ন রকম পুরষ্কার বিতরণ করা হবে। চিত্রাঙ্কনের মধ্যে রয়েছে শহীদ মিনার, স্মৃতিসৌধ,শাপলা ও জাতীয় পতাকা এবং ভাষা শহীদ ও শহীদ মিনার হচ্ছে রচনার বিষয়বস্তু।