স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত ২টার দিকে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটী গ্রামে অপরিচিত পাঁচ জন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। তাদের গতিবিধি সন্দেহজন মনে হলে স্থানীয়রা তাদের আটক করে, তবে এ সময় কৌশলে একজন পালিয়ে যায়। আটক ওই চারজনকে এ সময় ছাড়াতে আসেন সাদেক ও কাজলী নামে এক নারী। এ সময় তাদেরকেও আটক করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের ব্যাবহৃত একটি সাদা রঙের মাইক্রোবাস ভাঙচুর করে উত্তেজিত জনতা, পরে গাড়িটিও জব্দ করে পুলিশ। স্থানীয়রা জানান, গত চার মাসে পিঙ্গলহাটী ও আশেপাশের এলাকা থেকে অন্তত ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, রাতে পিঙ্গলহাটিতে গরু চোর সন্দেহে ছয় জনকে স্থানীয়রা আটক করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করেছে। আটককৃতরা হলো- স্বরন, মোখলেছ, সোহেল, আপন, কাজলী ও সাদেক। তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।