বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগনার আমতলী উপজেলার ৪ নং হলদিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের  দ্বিবার্ষিক  ওয়ার্ড  সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে
বুধবার সকাল ১০ঘটিকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো:জহিরুল ইসলাম লিমন হাওলাদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন সদস্য সচিব কামরুল হাসান সেতু মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: নজরুল ইসলাম মোল্লা।

উক্ত সম্মেলন উদ্বোধন করেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম (ভিপি) মামুন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো:তুহিন মৃধা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক  সম্মোলন প্রস্তুতি কমিটির  টিম প্রধান সৈয়দ জহিরুল ইসলাম জহির, বরগুনা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো: খায়রুল ইসলাম, বরগুনা জেলা যুবদল সহ-সভাপতি মো: শওকাতুল ইসলাম পান্না মৃধা, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: নাসির উদ্দিন তালুকদার, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মকবুল আহম্মেদ খান, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম টারজন। পৌর বিএনপির আহবায়ক মো কবির উদ্দিন ফকির।,

আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহি উদ্দিন স্বপন, আবুল বাশার তালুকদার,  মো. তোফাজ্জল হোসেন, মো,মাহবুব মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো: জালাল উদ্দিন খান ও আমতলী উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুল নাহার  মীরা খান,  উপজেলা মহিলা দলের নেত্রী মাহমুদা হেপি, হলদিয়া ইউনিয়ন যুব দলের আহবায়ক মো, সোহেল মল্লিক,উপজেলা ছাএদলের আহবায়ক শোয়েব হেলাল,সদস্য সচিব মো,ইমরান খান  সহ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ডেলিকেট ও কর্মী বৃন্দ।