পবিত্র মাহে রমজান উপলক্ষে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য মিশর থেকে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।
জানা যায়, মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি মিশর কেন্দ্রীয় পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ট্রাকের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী ফিলিস্তিনের গাজায় পৌঁছাবে। গাউসিয়া কমিটির পক্ষ থেকে প্রেরিত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, খেজুর, ম্যাকারোনা, তেল, চা পাতা, ময়দা, মিসরীয় খাবার ফুল, সস ও লবণ। সম্প্রতি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের নিকট এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রসিডেন্ট ড. মাহমুদ সিদ্দীক, কায়রো জেলা গভর্নর ড. ইব্রাহীম সাবের খলিল, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ত্রাণ কর্মসূচি বিভাগের প্রধান উস্তাজা প্রফেসর শাম আলী। আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-আজহার বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল কাজী শামসুদ্দিন সাকিবি, মোহাম্মদ জিয়া উল্লাহ রিফায়ি, মহিউদ্দিন তৌসিফি, হাসনাত উল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল, রাকিন জাফরি, আরিফুর রহমান, মোহাম্মদ আশিক, আবসার নঈমী, আবদুল কাদের, শরীফ হাসান, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ মাহদী, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মঈন উদ্দীন।