দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াত, এনসিপি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির(এক অংশ) ।

মঙ্গলবার (১৫ জুলাই) আলফাডাঙ্গা প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় বক্তব্য রাখেন, ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কামরুল ইসলাম দাউদ সহ অনেকে।