বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে আলফাডাঙ্গা পৌর বাস টার্মিনাল থেকে একটি র্যালি বের হয়, যা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আজিজ-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আল আমিন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
“স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ। জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা মাঠে আছি এবং থাকব।”
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু বলেন,
“দেশে আজ ভোটাধিকার নেই, গণতন্ত্র নেই। দেশের মানুষের মুক্তির আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা রাখবে। শহীদ জিয়ার আদর্শে আমরা আন্দোলনকে সফল করে গণতন্ত্র পুনরুদ্ধার করব।”
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন,
“আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও সরকারের দমন-পীড়ন অব্যাহত। নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।”
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম, লিটন বিশ্বাস, সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।