আলফাডাঙ্গায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব শামসুদ্দীন মিয়া ঝুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. এম. আলামিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খুশবুর রহমান খোকন।
প্রধান অতিথি জনাব শামসুদ্দীন মিয়া ঝুনু তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সবসময় দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। ৪৭ বছরের ইতিহাস প্রমাণ করে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় বরং জনগণের প্রিয় আশ্রয়স্থল। বিশেষ অতিথি এস. এম. আলামিন বলেন, আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করি—স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সর্বদা রাজপথে থাকবো। স্বেচ্ছাসেবক দল মাঠে থেকে বিএনপি’র প্রতিটি আন্দোলনকে বেগবান করবে। অনুষ্ঠানের সঞ্চালক খুশবুর রহমান খোকন বলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে। নেতাকর্মীদের ঐক্যই হলো আমাদের শক্তি, জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে আরও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।