মঙ্গলবার বিকাল ৩ টার দিকে বরিশাল কাশিপুর ইউনিয়নের নিকটস্থ আত্মীয়ের বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির সিকদার।
এ সময় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, এই মামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সে যত বড় ক্ষমতাসিল ব্যক্তি হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সূত্রের ভিত্তিতে কাশিপুর ইউনিয়নের পূর্ব বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ গুরুত্বপূর্ণ কিছু আলামত ও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত,আলোচিত লিটু হত্যাকাণ্ড টি এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। এ মামলায় মিল্টনকে ৫ নাম্বার আসামি করা হয়।লিটু হত্যার পর থেকে মিল্টন পলাতক ছিলেন।