পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের দুইবারের এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি। এছাড়াও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আবদুস সোবহান তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় অত্যাচারের স্টিমরোলার চলছিলো আমার উপরে। তবুও রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বসময় নিজেকে নিয়োজিত রাখতাম। দীর্ঘ ১৭টি বছর নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি আমার পিতার জানাজায় উপস্থিত হতে পারিনি। মামলা ও হামলা করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহর অশেষ দয়ায় আজও বেঁচে আছি। সকলে ঐক্যবদ্ধ হলে চিরতরে বাংলার জমিন থেকে আওয়ামীলীগকে বিদায় করা যাবে। বাংলার মাটিতে আওয়ামীলীগের রাজনীতি করার বিন্দুমাত্র সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ১৮টি কোটি জনগণ তারেক রহমানের ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে পথচেয়ে আছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আদর্শ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।