আশুলিয়া খেজুরটেক এলাকায় শনিবার বিকেলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হাজী আবদুল আজিজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরয়ার ও শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নজরুল ইসলাম এবং আসাদুজ্জামান টিটুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ মজিবুর রহমান। 

প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব খান বলেন,আগামীদিনে বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদে বসবাস করবে। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে বিতাড়িত করেছি, সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে। বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

এসময় তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে। এছাড়াও ১কোটি বেকার যুবকের কর্মসংস্হান এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে। বিচার ব্যবস্হার আমূল পরিবর্তন করে মামলাজট কমিয়ে আনা হবে। যাতে সাধারণ মানুষ দ্রুত সময়ে ন্যায্য বিচার পায়।